ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আশুলিয়ায় আত্মসমর্পণকারী ৪ জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

রোববার, ১৬ জুলাই ২০১৭ , ০৫:২২ পিএম


loading/img

সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ থাকা চার ব্যক্তি আত্মসমর্পণ করেছেন। র‌্যাবের দাবি তারা সারোয়ার-তামিম গ্রুপের জঙ্গি।  

বিজ্ঞাপন

আত্মসমর্পণকারীরা হলেন মোজাম্মেল, ওরফানুল, আলমগীর ও রাশেদুল নবী।

আত্মসমর্পণের পর র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেন, অভিযান শেষ হয়েছে। তবে ওই আস্তানায় আইইডি বোমা ও বিস্ফোরক রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আত্মসমর্পণকারীরা সারোয়ার-তামিম গ্রুপের। গেলো মাসে পোশাক শ্রমিক বলে ওই বাসাটি ভাড়া নেয় তারা। বাড়ির মালিক তাদের প্রতি সন্দেহ করলে র‌্যাবের কাছে যায়, এরপর র‌্যাব ওই বাড়িতে নজরদারি বাড়ায়। শনিবার মধ্য রাতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব।

এর আগে শনিবার রাতে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। এরপর র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |